বাউফলে ওএমএস চাল ও আটা বিক্রি শুরু

বাউফলে ওএমএস চাল ও আটা বিক্রি  শুরু
মো. দেলোয়ার হোসেন,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ন্যায্য মূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। গত রবিবার বিকাল থেকে বাউফল পৌরসভায় ৪টি স্থানে এ বিক্রিয় কার্যক্রম শুরু হয়। পেীরসভার৭,৮,৯ নং ওয়ার্ডের ডিলার নাসির উদ্দিন বলেন, প্রতিদিন দেরটন চাল ও একটন আটা বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি চাল প্রতি কেজি চাল ৩০ টাকা ও ৫ কেজি আটা প্রতি কেজি ১৮ টাকা দরে কিনে নিতে পারবেন। সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রিয় কেন্দ্র খোলা থাকবে। আগষ্ট মাসের ৭ তারিখ পর্যন্ত এই বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। আজ বুধবার (২৮জুলাই) সকালে সরেজমিনে যেয়ে চাল ও আটা নিতে আসা হাজেরা বেগম ও নিজাম উদ্দিনের সাথে কথা বললে তারা জানান এ করোনায় সময় চাল আটা পেয়ে খুবই খুশী। এছাড়াও কয়েকজন ক্রেতা জানান ওএমএস চাল ও আটা বাজারের চেয়েও ভালো। তারা সরকারের এ কার্যক্রমের প্রসংশা করেন। উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস ছালাম বলেন,করোনা কালীন সময়ে কর্মহীন, হতদরিদ্র ও দুস্থ্য অসহায়দের জন্য সরকারের এই কার্যক্রম।